শালিখায় বিনামূল্যে গবাদিপশুর ক্ষুরা রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন


শালিখায় বিনামূল্যে গবাদিপশুর ক্ষুরা রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন
মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের অর্থায়নে বিনামূল্যে গবাদিপশুর ক্ষুরা রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১১জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার আড়পাড়া পশুহাট মাঠে উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে গবাদিপশুর ক্ষুরারোগ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিষা রানী কর্মকার।এটিকাদান কর্মসূচি উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিষা রানী কর্মকার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলা ইউডিএফ মোঃ ইবাদ আলী, সাংবাদিক মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদের কর্মকর্তা কর্মচারীসহ খামারিরা উপস্থিত ছিলেন।উদ্বোধন দিনে ৪০০ টি গরুকে টিকা (ভ্যাকসিন) দেওয়া হয়।