আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
\"তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলে মিশে\" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।রবিবার(২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এর সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফেরদৌস আলম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য অফিসার এসএম রায়হান হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রাণী সম্পাদ কর্মকর্তা মো.আবু আনাছ,সমাজসেবা কর্মকর্তা মো সোহেল রানা,
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো.ইমরান হোসেন
প্রমুখ।