আত্রাইয়ে টিসিবির পণ্য পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে পবিত্র রমজান মাসে স্থায়ীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য পেয়ে খুশি গ্রামীণ জনপদের স্বল্প আয়ের মানুষ ।মঙ্গলবার সকালে উপজেলার আহসান গন্জ ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করা হয়।জানাগেছে আহসানগঞ্জ ইউনিয়নে মেসার্স এ এন্ড এস ট্রেডিং টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিন গুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান, ডিলার সুপবিত্র ঘোষ।এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,২ কেজি ছোলা, ২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৬৬০ টাকা।এ ব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো.মুন্জুরুল আলম জানান স্বল্প আয়ের মানুষের সংখ্যা বেশি পবিত্র রমজান মাসে অসহায় দিন মজুর মানুষেরা সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেক খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।
