সরাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন।
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বুধবার (০৯ এপ্রিল) ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের কুট্রাপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ আকবর আলীর পুত্র। এ সময় দুর্ঘটনায আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।তবে খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান এক জনের মৃত্যু নিশ্চিত করে বলেন আহত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি ।জানা যায়,বুধবার ভোরে(ঝিনাইদহ -ট ১১-১১১৩) ট্রাকটি পাথর নিয়ে ঢাকামুখী ও ঢাকা থেকে কলা বোঝাই (ঢাকা মেট্রো-ট ২২-৬৯৯৭) ট্রাকটি সিলেট মুখী যাওয়ার সময় সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কলা বোঝাই ট্রাক চালক ফাহাদ (২৩) গুরুতর আহত হলে তাকে সরাইল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসময় আরো তিন জন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে তাদের কে ঘটনাস্থলে পাওয়া যায় নি।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত একজনের নাম ঠিকানা জানা গেছে আহত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।