মাদক সেবির ৬ মাসের কারাদণ্ড


মাদক সেবির ৬ মাসের কারাদণ্ড
সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়‌। এই সময় একজন মাদকসেবন কারি মাদক গ্রহণ করে মাতলামি ও অশ্লীল আচরণ করে অঙ্গভঙ্গি করতে থাকে।এইসময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেন ও সরাইল থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়‌। এছাড়া ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়‌।আসামী: মো: আক্তার (৩৫), পিতা: মো: আবু কালাম, সাং: সওদাগরপাড়া, ইউপি: শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।