নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ ৩ বন্ধুর মৃ’ত্যু।


নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ ৩ বন্ধুর মৃ’ত্যু।
নওগাঁর পত্নীতলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার বটতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুল।পুলিশ ও ফায়ার দমকল বাহিনী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার বটতলী মোড়ে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুনিধির আশরাফ (১৯) নামে এক যুবক মারা যান। এ সময় সাদমান সাকিব (১৯) ও হৃদয় (১৯) নামে মোটরসাইকেলে থাকা আরও ২ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সাদমান সাকিবেরও মৃত্যু হয়।নিহতদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কলেজ পাড়া বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ বন্ধু ছিটকে পড়ে যান।খবর পেয়ে ফায়ার এন্ড সিভিল ডিভেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়।এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুল বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।