তিতাসে রাস্তার পাশে যুবকের জবাই করা লাশ উদ্ধার
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার হয়েছে। ১২ জুলাই শনিবার সকাল ৯টায় হোমনা-গৌরীপুর সড়কের দড়িকান্দি অংশের রাস্তার পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার তিতাস থানা পুলিশ।নিহতের নাম ইমতিয়াজ (৩০)। তিনি বরিশাল জেলার কাজিরহাট থানার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের পুত্র। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল উল্যাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা শুক্রবার রাতে ইমতিয়াজকে গলা কেটে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে যায়। লাশের পাশে নারীদের একটি রক্তমাখা ওড়না পাওয়া গেছে। তাই পারিবারিক বা মেয়েলি কোনো বিরোধ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “ঘটনাস্থলে বেশি রক্তের চিহ্ন ছিল না, তাই ধারণা করা হচ্ছে যুবককে অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে যাওয়া হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।