রা:বি উপাচার্যের সঙ্গে মহানগর বিএনপির সাক্ষাৎ


রা:বি উপাচার্যের সঙ্গে মহানগর বিএনপির সাক্ষাৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা:বি) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা।শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীবের সঙ্গে কুশল বিনিময় করেন নেতারা।সাক্ষাৎকালে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা’র নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা উপাচার্যের কাছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বঞ্চিত বিএনপি নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ মো. মামুন-অর-রশিদ, মতিহার থানা বিএনপির আহ্বায়ক মো. একরাম আলী এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন বাবু।সাক্ষাৎ শেষে নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে উপাচার্যকে ধন্যবাদ জানান।