চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।


চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
রাজশাহীর চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাত্রী ১০ টার দিকে চারঘাট উপজেলার ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃততা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিহাব হোসেন (২৪) ও রাজশাহী মহানগর বেলপুকুরের ক্ষুদ্রজামিরা গ্রামের ওয়াজ নবীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। এসময় তাদের হেফাজত হতে ১২৪ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি অভিযানিক দল জানতে পারে যে রাজশাহীর চারঘাটে কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী চর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ক্রয় – বিক্রয়ের জন্য মজুদ করছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ১৪ আগষ্ট রাতে একটি অভিযানিক দল ইউসুফপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ও তাদের হেফাজত হতে ১২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।