শালিখায় নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
\" অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি \" এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে ১৮ আগষ্ট হতে ২৪ আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
উক্ত কর্মসূচির অংশ হিসাবে সোমবার (১৮ আগষ্ট) র্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদে র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলি আহসান,
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার।
এ সময় বক্তারা বলেন, মৎস্য চাষ করে একদিকে যেমন স্বাবলম্বী হওয়া যায়। অপরদিকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণেও পরিপূরক ভূমিকা রাখা যায়। তাই মৎস্য চাষ করে দেশ দশের কল্যাণে নিজেদেরকে অংশ নেওয়ার উদ্যত আহবান জানান।
অনুষ্ঠান শেষে কার্ব জাতীয় মাছ চাষে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের মোঃ আতাউর রহমান ও কার্ব নার্সারি মাছ উৎপাদনে একই গ্রামের মোঃ আনসার আলী বিশ্বাস, দেশীয় প্রজাতি মাছ চাষে সফল শালিখা ইউনিয়নের শরুশুনা গ্রামের শামীম হোসেনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
