নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মিলনায়তনে নওগাঁ জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণীসম্পদ ট্রেনিং অফিসার ডা. গোরাংগ কুমার তালুকদার, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম প্রমূখ সহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষী গন উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একটি বনার্ঢ্য রালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মিলনায়তনে এসে উপজেলা পরিষদের পুকুরের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।