বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক জেলা কমিটি গঠিত
অনলাইন নিউজ ডেক্স
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলায় পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক জেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সদর, ফকিরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও ঝালকাঠির রাজাপুর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো-অর্ডিনেটর ও পিস অ্যাম্বাসেডরসরা অংশ নেন।
সভাটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প, যা যুক্তরাজ্যের এফসিডিও’র অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর এস.কে.এ হাসিব এবং সঞ্চালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ।
আলোচনায় বক্তারা বলেন, নবগঠিত জেলা কমিটি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি শান্তি ও সম্প্রীতিমূলক সমাজ গঠনের এক অনন্য উদ্যোগে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন—বাগেরহাট সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি পিস অ্যাম্বাসেডর হাজরা শহিদুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা মোহব্বত হোসেন, ফকিরহাট উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর ইফতিকার হোসেন পলাশ, কলিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর মো: ফারুক হোসেন সামাদ, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার, মতিয়ার রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, সাবেরা ঝর্ণা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুসা সাইফি, মোংলার আবু হোসেন পনি, এস কে সাকির হোসেন, রাজাপুরের সৈয়দ হোসাইন আহমেদ কামাল, কামরুল ইসলাম দুলাল, মো: আল আমিন রুম্মানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে জেলা কমিটি গঠন করা হয়। এতে বাগেরহাট সদর উপজেলার এস.কে.এ হাসিবকে কো-অর্ডিনেটর, মোরেলগঞ্জের সাবিনা ইয়াসমিন ও মোংলার এস কে সাকির হোসেনকে যুগ্ম কো-অর্ডিনেটর নির্বাচিত করা হয়। ছয়টি উপজেলার প্রতিনিধি নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
এক বছরের কর্মপরিকল্পনায় স্থানীয় শান্তি ও সহাবস্থান জোরদার করা, সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং বাগেরহাট ও ঝালকাঠিকে সম্প্রীতির আদর্শে বিনির্মাণের অঙ্গীকার ঘোষণা করা হয়।
