মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি
অনলাইন নিউজ ডেক্স
কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছেন দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথায় মেগাসিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে।
দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘খুশবু’। সেখানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে অভিনয় করেছেন মাহি। চরিত্রটির প্রথম উপস্থিতিতেই একটি আইটেম গানে তাকে দর্শকরা দেখতে পাবেন।
‘খুশবু’র গল্প গড়ে উঠেছে জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে কেন্দ্র করে। নাটকে ফুটে উঠবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, ভালোবাসা-ঘৃণার দিকগুলো, যা অনেকটা অজানাই থেকে যায় সাধারণ মানুষের কাছে। পাশাপাশি এতে তুলে ধরা হবে রুপালি পর্দার আড়ালের মানুষের গল্পও।
সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অভিজ্ঞ শিল্পীরা। একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহি থাকছেন একটি বিশেষ চরিত্রে। নাম ভূমিকায় অভিনয় করছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।
১৫ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘খুশবু’।
