মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
অনলাইন নিউজ ডেক্স
ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের আলোচিত নায়িকা শাহিনা শিকদার বনশ্রী আর নেই। একসময় রঙিন পর্দায় দর্শকদের মাতানো এই অভিনেত্রী নায়িকা হয়েও থাকতেন বস্তিতে। অবশেষে সব সংগ্রামের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি।
শিবচরের মাদবরের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ১৯৭৪ সালের ২৩ আগস্ট এই এলাকার শিকদারকান্দি গ্রামে জন্ম তার। ১৯৯৪ সালে সোহরাব-রুস্তুম সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায় সফল হয় সিনেমাটি। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও এক ডজনের মতো সিনেমাতে অভিনয় করেন। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী।
নব্বইয়ের দশকের ‘সোহরাব-রুস্তম’, ‘মহা ভূমিকম্প’সহ আলোচিত কয়েকটি ঢাকাই সিনেমার নায়িকা তিনি। শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানান জায়গায় ঘুরে ঠাঁই মিলেছিল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে সেখানেই থাকতেন তিনি।
