সরাইলে মাদক ও দাঙামুক্ত সেমিনার অনুষ্ঠিত
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সকাল ১০ ঘটিকায় সরাইল মডেল মসজিদ মিলনায়তনে মাদক ও দাঙ্গামুক্ত সরাইল উপজেলা চাই এবং মাদক ও দাঙ্গা কে না বলুন ! শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। হৃদয়ে আলোকিত সরাইল ও বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের সাবেক সফলতা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান। কৃষিবিদ গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সমাজ সেবা অফিসার মোঃ পারভেজ আলম।
সেমিনারের শুরুতে উপজেলা সদরের রাস্তাসমুহ প্রদক্ষিণ শেষে মোঃ মোস্তাফিজুর রহমানের কোর আন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানে সেমিনারে আলোচক হিসেবে আলোচনায় অংশ হৃদয়ে আলোকিত সরাইল এর আহবায়ক মোজাম্মেল পাঠান, সরাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ দুলাল মিয়া, বিশিষ্ট লেখক কলামিস্ট, বহুগ্রন্থের প্রনেতা এস এম নাজমুল কবীর ইসমোনাক এতে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ত মোঃ আফজাল হোসেন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল উপজেলা পূজা কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার এম,এ মুসা,সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান উদীচি সরাইল এর সাধারণ সম্পাদক মোঃ সিরাজ,সমাজকর্মীসহ আরও অনেকে। বক্তরা বলেন, এখন আমরা মাদক এবং দাঙ্গার বেড়াজালে আটকে পড়েছি। সর্বস্তরের সুধীজনের সম্মি
