চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার স্বিকার আরিফ নামে এক যুবক
মোঃ ফয়জুল ইসলাম উপজেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরিফ নামে এক যুবক। আরিফ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ সন্ত্রাসী হামলার ঘটনায় ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান ডলারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আ.লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে একটি সংঘবদ্ধ দল অটোরিকশায় করে তুলে নিয়ে যায় যুবক আরিফকে। পরে তাকে একটি পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আরিফের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরে গুরুতর জখম করা হয়। আহত আরিফকে পরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আরিফ জানায়, আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলী মেম্বারের পুকুরে। এরপর বেধড়ক মারধর করে তারা।
এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলীর ফোন নাম্বার।
তবে অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান ডলার বলেন, আমার কাছে একটি শালিসনামা নিতে এসেছিল আহত আরিফ। এনিয়ে কথা বলার এক পর্যায়ে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী একটি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হয়। এবং আরিফকে মারধর করে। এসময় আমি সদর থানার ওসি ও জরুরি সহায়তা ৯৯৯ নম্বরে ফোন দেয় আরিফকে উদ্বারের জন্য। আমি নিজেও মারধর করতে মানা করলে ইউসুফ মেম্বার দূূরে যেতে বলে।
তিনি আরও বলেন, এর আগেও ইউসুফ আলী মেম্বারকে মেরেছিল বর্তমানে আহত আরিফ। সেসময়ও তাদের ঘটনায় আমাকে আটক করেছিল পুলিশ। এবারও একই ঘটনা ঘটেছে। আমি সম্পূর্ণভাবে নিরপরাধ, তবুও আমাকে রাত সাড়ে ৩টার সময় বাড়ি থেকে তুলে এনেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বালিয়াডাঙ্গায় আরিফুল ইসলাম নামে একজন যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারকে। পরে আহত আরিফের পরিবার ডলারসহ ৬-৭ জনকে আসামী করে মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
