সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল


সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল
গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরাইল। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদেরকে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুইডিশ কর্মী গ্রেটা থানবার্গ এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৭০ জন সদস্য দক্ষিণ ইসরায়েলের র‍্যামন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিস এবং স্লোভাকিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মুক্তি পাওয়াদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স,আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন। এর আগে গত শনিবার (৪অক্টোবর) বিকেলে দক্ষিণ ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আটক ১৩৭ মানবাধিকারকর্মীকে ইস্তাম্বুলে পাঠানো হয়। উল্লেখ্য,গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি নৌযান সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। তারা নৌযানগুলোয় থাকা প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে। সূত্র: বিবিসি