নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস
অনলাইন নিউজ ডেক্স
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ২৪১ টাকা, যা আগের মাসের তুলনায় ২৯ টাকা কম।
বিইআরসি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হয়।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাস আগস্টে ৯১ টাকা কমিয়ে একই সিলিন্ডারের দাম নির্ধারণ হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।
এছাড়া, গত জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা করা হয়। জুলাইয়ে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানোর পাশাপাশি ১২ কেজির দাম দাঁড়ায় ১ হাজার ৩৬৪ টাকা।
অন্যদিকে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামও সাম্প্রতিক মাসগুলোতে সমন্বয় করা হয়েছে। আগস্টে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়। এর আগে, জুলাইয়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।