রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন
অনলাইন নিউজ ডেক্স
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ইউরোপের দেশ তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠিত হয় এবং একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশ এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে।
তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধিদলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান জানান, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আমরা আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্তকরণ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে চাই।
তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে কাজ করতে চায় দিয়ানাত ফাউন্ডেশন। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা প্রত্যাশা করেন।
উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে দেশের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে অনুরোধ জানান তিনি।
সাক্ষাৎকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়কারী, তুরস্ক দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
