মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২১ অক্টোবর ২০২৫ তারিখ ২১:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউপি কালীনগর সাকিনস্থ্য জনৈক আতাউল্লা গণি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজসের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অবস্থান করতেছে।
ঘটনা সূত্রে জানা যায়, র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টহল দল ২১ অক্টোবর ২০২৫ তারিখ ২০.০৫ ঘটিকায় সরকারী গাড়ীযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউপি কালীনগর সাকিনস্থ্য জনৈক আতাউল্লা গণি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর, কতিপয় ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজসের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অবস্থান করতেছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে আসামী- ১। মোঃ নাসির উদ্দিন (৫৬), পিতা-মৃত আলফাজ উদ্দিন, সাং-পাড় কালীনগর, ২। মোঃ বাদশা মিয়া (৫০), পিতা- মৃত আবুল হোসেন, সাং-লক্ষী নারায়নপুর গাজীপাড়া, উভর থানা সদর, জেলা-চাপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে ও ১ নং আসামীর ডান হাতে থাকা নীল রংয়ের পলিথিন ব্যাগে ৯৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ০১টি নম্বরবিহীন লাল ও কালো রংয়ের HERO HF-DELUXE মোটর সাইকেল উদ্ধার করা হয়।
