সরাইলে কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব


সরাইলে কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব
উদ্যমে তারুণ্য, কর্মে সমৃদ্ধি এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার সকালে কর্মসংস্থান ব্যাংক সরাইল শাখার আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে আপনার কন্ঠস্বর, আমাদের অনুপ্রেরণা শীর্ষক গণশুনানি ও অভিযোগ প্রতিকার সভা অনুষ্টিত হয়েছে। সভায় সিনিয়র অফিসার মোঃ তানজিল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের সরাইল শাখার ব্যবস্থাপক হাছিনা বেগম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, স্বপ্না বেগম, নজির মিয়া, আকবর হোসেন ও মন মিয়া।