আত্রাইয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ


আত্রাইয়ে বিএনপির  রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
আত্রাইয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির মুক্তির পথ ৩১ দফা বাস্তবায়িত হলে জাতির কল্যাণ ও মুক্তি মিলবে এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। তার ধারাবাহিকতায় শনিবার ৪নভেম্বর শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু র নির্দেশনা অনুযায়ী আত্রাই উপজেলা বিএনপির উদ্যগে উপজেলার শাহাগোলা ইউনিয়ন এবং ভোঁপাড়া ইউনিয়ন ভবানী পুর বাজার এবং কাশিয়া বাড়ি হাট এলাকায় লিফলেট বিতরণ করেন। আয়োজনে যুব দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শাখার শেখ মোঃ নাদিম এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাংগঠনিক সম্পাদক কামরুলইসলাম সাগর,সহসাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহসভাপতি মোঃ আলাউদ্দিন,ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবু সাঈদ,যুব নতা মামুন সরদার, জিয়া সাইবার ফোর্স নেতা রুবেল হোসেন পাপ্পু,যুব নতা সেন্টু,নসিব, আদর,সহ ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।