মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী


মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাগুরা-২ আসনে বিএনপি নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই চলছিল জল্পনা-কল্পনা আর চুলচেরা বিশ্লেষণ। কে হবেন এ আসনের ধানের শীষের কান্ডারী। এ চিন্তায় যেন দিন কাটছিলোনা দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকানে চলছিল এসব আলোচনা। তবে আলোচনার মূলে ছিল বিএনপির দলীয় প্রতিক ধানের শীষের কান্ডারী কে হবেন এ নিয়ে। সকল জল্পনা-কল্পনা আর চুলচেরা বিশ্লেষণ শেষে মাগুরা-২ আসনের সকল শ্রেনী পেশার মনুষের মূখে হাসি ফোটাতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, মাগুরা-২ আসন (শালিখা-মুহাম্মাদপুর ও মাগুরা সদর চার ইউনিয়ন) থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের টিকিট পেয়েছেন এ্যাডঃ নিতাই রায় চৌধুরী। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় মাগুরা-২ আসনে, ১৯টি ইউনিয়নে প্রায় ৪ লক্ষ ভোটারের অভিভাবক হিসাবে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নাম রয়েছে।। জাতীয় সংসদের ৯২ নং এই নির্বাচনী এলাকায় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ছিল। কিন্তু ১৯৯৩ সালে আওয়ামী লীগের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আসাদুজ্জামানের মৃত্যুর পর ১৯৯৪ সালে উপনির্বাচনের মধ্য দিয়ে এ আসনটি হাতছাড়া হয়। জনপ্রিয়তার শীর্ষে এসে ৯৪ এর উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালিমূুল হক কামাল মাগুরা-২ আসন দখল করে নেন।