যেদিন আমি থাকবো না
সুন্দর এই ভবে,
দুঃখ-সুখের স্মৃতি গুলো
শুধুই পড়ে রবে।
যখন তোমায় পড়বে মনে
আসবো আবার ফিরে,
বৃষ্টি হয়ে পড়বো সেদিন
গড়াই নদীর তীরে।
আমায় যদি পড়ে মনে
চেও আকাশ পানে,
তোমার জন্য আসবো আমি
বৃষ্টি নামের যানে।
জানলা দিয়ে বাড়িয়ে দিও
তোমার কোমল হাত,
বৃষ্টি হয়েই খুজবো তোমায়
ছোঁয়ার অজুহাত।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।