মাগুরায় সরকারী জমি অবৈধ ভাবে দখলের অভিযোগ


মাগুরা জগদল বাজারে সরকারী জমিতে অবৈধ ভাবে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। সরেজমিনে মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুপুর ১২ টার সময় মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল বাজারের জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পশ্চিম পাশে আরসিসি পিলার দিয়ে বিল্ডিং ঘর নির্মানের জন্য শ্রমিকদের দিয়ে মাটি খনন করাচ্ছে চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের গোলাম রসুলের ছোট পুত্র বোরহান।জগদল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জমির হোসেন জানান, এসিল্যান্ড জানানো হয়েছে কাজটা বন্ধ করার জন্য কিন্তু তারা কাজ করছে।সহকারী কমিশনার (ভূমি) মাগুরা সদর সূত্রে জানা যায়, আর. এস ১৮২ নং জগদল মৌজার নাম জগদল বাজারে প্রাইমারী স্কুলের দক্ষিন পাশে আর,এস ১৮২ নং জগদল মৌজার ১ নং খাস খতিয়ানের ২৮৩ নং দাগের দোকান শ্রেণীর ০.০৩ (একর) জমি। ১ নং খাস খতিয়ানে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক মাগুরা এর নামে আর,এস রেকর্ড চূড়ান্ত রূপে প্রস্তুত ও প্রকাশিত আছে। জনৈক গোলাম রসুল বিশ্বাস, পিং মৃত মানিক বিশ্বাস, সাং- ঘোড়ানাছ। এল.এস.টি ৫৫৪/২০১৭ নং মামলায় রায় প্রাপ্ত হয়েছেন। রায় প্রাপ্ত হয়ে গোলাম রসুলের ছেলে মোঃ সুমন বিশ্বাস ঘর উত্তলনের কাজ শুরু করেছে। ঘর উত্তলন থেকে বিরত থাকার জন্য নিষেধ করলে নিষেধ উপেক্ষা করে ঘর উত্তলনের কাজ চালিয়ে যাচ্ছে। এল.এস.টি ৫৫৪/২০১৭ নং মামলার বিরুধে আপিলের প্রস্তাব ০২/১২/২০২৪ তারিখের ৯৯ নং স্বারকে প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় ঘর নির্মান কার্যক্রম বন্ধ করনে আইনগত প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনে বিনিত ভাবে প্রস্তাব করা গেলো।এ বিষয়ে পরবর্তীতে অত্রাফিসের করনিয় বিষয়ে দিক নিদেশনা প্রদান সহ যাবতীয় কার্যক্রম গ্রহনে মহোদয়ের সদয় অবগতী ও প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহণে মহোদয় সমিপে বিনিত ভাবে প্রেরণ করা গেলো।সংযুক্তি-০১/আর,এস ০১ নং খতিয়ানের পর্চা ০৩ (তিন) পাতা ০২/ এল.এস.টি ৫৫৪/২০১৭ নং মামলার আপিলের প্রস্তাবের কপি ০১ (এক) পাতা, (মোঃ জমির হোসেন) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জগদল ইউনিয়ন ভূমি অফিস মাগুরা সদর, মাগুরা।বিষয়ঃ এল.এস.টি ৫৫৪/২০১৭ নং মামলার আফিল মামলা দাখিল, এল.এস.টি ট্রাভুনাল আদালত মাগুরা জজ কোর্ট, মাহরায় আর,এস ১৮২ নং জগদল মৌজার ১ নং খাস খতিয়ানের ২৮৩ নং দাগের দোকান শ্রেণীর ০.০৩ (একর) জমি জনৈক গোলাম রসুল বিশ্বাস, পিং মৃত মানিক বিশ্বাস, সাং-ঘোড়ানাছ বাদী হয়ে এল.এস.টি ৫৫৪/২০১৭ নং মামলা সরকারকে বিবাদী করে দাখিল করেন। পরবর্তীতে মামলার আদেশে সরকার পক্ষ পরাজিত হয়। বাদী পক্ষ সরকারী স্বার্থ যুক্ত জমিতে বর্তমানে ঘর উত্তলনে পাইতারা করছে। দূরুত্ব এল.এস.টি ৫৫৪/২০১৭ নং মামলাটি এল.এস.টি আফিল ট্রাতুনাল আদালত মাগুরা জজ কোর্ট মাগুরায় এ আফিল মামলা রুজু করতঃ সরকারী স্বার্থ রক্ষায় আইন গত প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন আবশ্যক।