নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
অনলাইন নিউজ ডেক্স
সোনারগাঁ উপজেলার ললাটি এলাকায় নারী শ্রমিককে (১৯) দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।এর আগে শনিবার রাতে উপজেলার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।গ্রেফতাররা হলেন- উপজেলার নানাখী পূর্বপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মমিন (২১), গোলনগর এলাকার হালিমের ছেলে আবু হানিফ (২৫) এবং শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মনুয়া গ্রামের ফয়জুল হক দপ্তরির ছেলে ফয়সাল (২০)।তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।