শিল্পা শেঠির বাসায় তল্লাশি
অনলাইন নিউজ ডেক্স
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিজীবনে তার স্বামীকে নিয়ে ঝামেলা যেন শেষই হচ্ছে না। কিছুদিন আগে রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ২৯ নভেম্বর রাজ-শিল্পার বাড়িতে আবারও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খবর : টাইমস অব ইন্ডিয়াশুধু তাদের বাড়িতেই নয়, মুম্বাই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। তবে কি কারণে এ তল্লাশি তার বিস্তারিত কিছু জানায়নি তারা।এর আগে ২০২১ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রাজ কুন্দ্রাকে। বর্তমানে তিনি জামিনে আছেন, তবে মামলার এখনো নিষ্পত্তি হয়নি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।