জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন আত্রাই উপজেলা বিএনপি
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন আত্রাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। উপজেলা জুড়ে প্রতিটি শহীদ মিনারে বর্ণাঢ্যশোভাযাত্রা, পুষ্পস্তপক অর্পণ ও বিভিন্ন আয়েজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য দয়ের সাথে সাথেই উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রতিটি ইউনিয়নে দল বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এর মধ্যে দিয়ে বিজয় দিবস পালন করা হয়।শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় দিবস-২০২৪ এর তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি,আগ্ৰগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ -৬ (রাণীনগর -আত্রাই)সংসদীয় আসনে বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু সভাপতি আত্রাই উপজেলা বিএনপি,মোঃ তসলিম উদ্দিন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।আবুবকর সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,খোরশেদ আলম যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল,পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, আঃরহমান সেন্টু, কামাল হোসেন উপজেলা শ্রমিক দল , ছাত্রদল, সেচ্ছাসেবক কৃষক দলের নেতাকর্মী বৃন্দ। এসময় বিজয় দিবসের তাৎপর্য তুলেধরে সংক্ষিপ্ত বক্তৃতায় মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন।১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে আনে। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস।
১৬ ডিসেম্বর বাংলাদেশি বাঙালীদের চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব আত্মদানের মহামান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
১৯৭১ সালে এইদিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে পাকিস্তানি বাহিনী কে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙ্গালী।
পাকিস্তানি হানাদার বর্বর ঘাতক সেনাবাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান)
বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে লাল সবুজ পাতাকার স্থান পাওয়ার দিন আজ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।