প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানাল বিএনপি


ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, যথার্থ বলেছেন। নির্বাচনে যারা অংশ নেবে, যারা অংশীজন তারা যদি চান তিনি যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন। সাধুবাদ জানাই।’মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মির্জা আব্বাস বলেন, ‘সংস্কার একটা বিষয়। এটা যুগ যুগ ধরে চলবে। সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন হয়। আমরা আশা করছি, এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে।’বিজয় দিবসে বিএনপির প্রত্যাশা কী- এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, ‘এই বিজয় দিবসে আজকে যে জনগণের ঢল, আজকের মতো এরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই কারণ, জনগণের বাঁধভাঙা উল্লাস। এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত করে আমরা জনগণ যেন আর কোনো স্বৈরাচারের হাতে না পড়ি।’এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, সাইফুল আলম নিরব, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, দক্ষিনের তানভীর আহমেদ রবিন, যুব দলের আবদুল মোনায়েম মুন্নাসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।