শালিখায় যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবস্মরণীয় দিন।
মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শালিখা থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনে যথাযত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮.০০টায় মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলার তালখড়ি শহীদ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উদ্বোধন পরবর্তী তিনি বিজয় মেলার স্টল পরিদর্শন করেন এবং ঘুরে ঘুরে দেখেন।এ সময় শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া,উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিলটন, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান চকলেট,বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।সকাল ১০টায় ক্রীড়া অনুষ্ঠান, ১০.৩০টায় সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান, ১১.৩০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।এছাড়া বেলা ৩টায় উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত অফিসার্স ক্লাব বনাম সুধীজন এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।