এম.বি.পাঠাগার ও শিক্ষা সেবা কেন্দ্র কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি অনুষ্ঠিত


এম.বি.পাঠাগার ও শিক্ষা সেবা কেন্দ্র কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাজানগর গ্রামে এম.বি.পাঠাগার ও শিক্ষা সেবা কেন্দ্র কর্তৃক ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বটতৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক রাসেল রানা (হিউম্যানেটি ফাউন্ডেশন ও ডোনেট পত্রিকার প্রতিষ্টাতা)। এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক জহিরুল ইসলাম, অত্র পাঠাগারের মো: রবিউল ইসলাম, অর্থ সচিব মনির হোসেন ছাড়াও প্রতিষ্টাতা মো: আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করেন সভাপতি দ্বীন মোহাম্মদ শিমুল ( বিশিষ্ট ব্যবসায়িক) এবং অনুষ্ঠান পরিচালনা করেন মুন্নী খাতুন ও আশিকুর রহমান আশিক। অনুষ্ঠান শেষ বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়।