নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ ঐতিহ্য ফেরাতে লাঠিখেলা অনুষ্ঠিত
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার সত্তাধিকারী এস এম হাসান সেন্টু অনুষ্ঠানে সভাপতিত্বে
বুধবার (১৮ ডিসেম্বর২৪) বিকাল আনুমানিক সারে তিনটায় উপজেলার মনিয়ারী ইউনিয়নের মারিয়া গ্রামে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
আবহমান গ্রাম বাংলায় বিভিন্ন ঐতিহ্য গ্রামীণ জনপদের মানুষের জীবনে প্রাণের স্পন্দন এবং সেই ঐতিহ্যগুলো সংস্কৃতির শিকড় বলে লালান ও ধারণ বাঙালী জীবনের অংশ ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলাগুলো দিন দিন আমাদের মাঝ থেকে প্রায় বিলুপ্ত । গ্রামীন সংস্কৃতিগুলো আমাদের ধরে রাখা অপরিহার্য প্রয়োজন ।
পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার সত্তাধিকারী এস এম হাসান সেন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন
মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা জামাতের আমীর খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন, মনিয়ারী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি একে এম কামাল হোসেন টগর প্রমুখ উপস্থিত ছিলেন।এলাকাবাসী উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসব মুখর পরিবেশে খেলা উপভোগ করেন। এবং সেই সাথে বিভিন্ন সামাজিক সংগঠনগুলকে গ্রামীণ ঐতিহ্য ফেরাতে বিভিন্ন আয়েজন করার আহ্বান জানান।এবছর ঐতিহ্যবাহি লাঠি খেলায় অংশ নেওয়া দলগুলো, দীঘা, নখোপাড়া ও রাতোয়াল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।