অষ্টম শ্রেণির বিজ্ঞান


অষ্টম শ্রেণির বিজ্ঞান
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস[পূর্বে প্রকাশিত অংশের পর]২১। কোন প্রাণীগুলো ক্ষতিকারক -i. মশা ii. চিংড়ি iii. আরশোলানিচের কোনটি সঠিক?ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii২২। কোন পর্বের প্রাণীরা পৃথিবীর সব পরিবেশে বাস করে?ক) নিডারিয়া খ) পরিফেরা গ) মলাস্কা √ঘ) কর্ডাটা২৩। কোন প্রাণীর দেহে সারা জীবনই নটোকর্ড থাকে?ক) পেট্রোমাইজন খ) অ্যাসিডিয়া√গ) ব্রাঙ্কিওস্টোমা ঘ) মিক্সিন২৪। কোনটির মুখছিদ্র চোয়ালবিহীন ও গোলাকার?√ক) পেট্রোমাইজন খ) অ্যাসিডিয়াগ) ব্রাঙ্কিওস্টোমা ঘ) মিক্সিন২৫। কোন শ্রেণির সব প্রাণী সমুদ্রে বাস করে?ক) অসটিকথিস √খ) কনড্রিকথিসগ) সাইক্লোস্টোমাটা ঘ) এভিস২৬। কোনটির দেহ সাইক্লোয়েড আঁইশ দ্বারা আবৃত।√ক) ইলিশ খ) হাঙ্গর গ) করাত মাছ ঘ) কুনোব্যাঙ২৭। কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য?ক) বাচ্চা প্রসব করা √খ) শীতল রক্ত বিশিষ্ট প্রাণীগ) বুকে ভর করে চলা ঘ) মাছের মতো ফুলকা থাকে২৮। সাপ কোন শ্রেণীর প্রাণী?ক) অ্যাম্ফিবিয়া খ) এভিস √গ) সরীসৃপ ঘ) উভচর২৯। পাখি সহজে উড়তে পারে কেন?ক) উষ্ণ রক্তের প্রাণী বলেখ) হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট বলে√গ) ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে বলেঘ) দেহ পালকে আবৃত বলে৩০। সরীসৃপ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য?i. চার পায়ে ৫টি করে নখরযুক্ত আঙ্গুলii. ত্বক শুষ্ক ও আঁইশবিহীনiii. এরা বুকে ভর দিয়ে চলেনিচের কোনটি সঠিক?ক) i ও ii √খ) i ও iiiগ) ii ও iii ঘ) i, ii ও iiiউদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :রহিমদের বাড়ির পাশের খালে তার চাচা জাল দিয়ে মাছ ধরছিলেন। একবার জাল টানার পরে জালে বেশ কয়েকটি পাবদা মাছ, শিং মাছ, কৈ মাছ উঠে। মাছগুলোর সঙ্গে সঙ্গে একটি সাপ এবং ব্যাঙও উঠে।৩১। রহিমের চাচার জালে ধরা পড়া প্রাণীগুলো কোন উপপর্বের?ক) ইউরোকর্ডাটা খ) সেফালোকর্ডাটা√গ) ভার্টিব্রাটা ঘ) টিউনিকাটা৩২। রহিমের চাচার জালে ধরা পড়া প্রাণীগুলো কোন শ্রেণির?i. সরীসৃপ ii. কনড্রিকথিস iii. অস্টিকথিসনিচের কোনটি সঠিক?ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii