ইউক্রেন-গাজা ইস্যুতে ফিফার দ্বিমুখী নীতির সমালোচনা


ফিলিস্তিনে ইসরাইলের ক্রমাগত নৃশংসতার বিষয়ে নিষ্ক্রিয়তার কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিন্দা করা হয়েছে। ইউক্রেন ও গাজা ইস্যুতে সংস্থাটি দ্বিমুখী নীতি (ডাবল স্ট্যান্ডার্ড) অবলম্বন করছে বলেও অভিযোগ করা হয়েছে। বলা হচ্ছে, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর ফিফা রাশিয়ান দলকে বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব থেকে নিষিদ্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছিল এবং ইউরোপীয় সংস্থা রাশিয়ান ক্লাবগুলিকে সকল প্রতিযোগিতা থেকে বের করে দেয়। অথচ গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারালেও ইসরাইলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি ফিফা এবং উয়েফা। স্কেমা বিজনেস স্কুলের ক্রীড়া ও ভূ-রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক সাইমন চ্যাডউইক আল জাজিরার কাছে এমন অভিযোগ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিকে তিনি বলেছেন, এমন খেলোয়াড়, দল এবং পরিবার রয়েছে যারা (ফিলিস্তিনে) ইসরাইলি হামলার শিকার হচ্ছে, কিন্তু ফিফা কিছুই বলেনি। তার মতে, প্যালেস্টাইন যদি একটি বড় দেশ হতো, ফিফার কাছে আরও প্রভাবশালী মনে হতো, তাহলে হয়তো বিবৃতি দিত। মঙ্গলবার ফিলিস্তিন বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি ফিলিস্তিনের হোম গেম হিসেবে নির্ধারিত হলেও গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলার কারণে তা কুয়েতে স্থানান্তরিত হয়েছে।