এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি
শিক্ষা বাতায়ন ডেক্স

নৈর্ব্যক্তিক প্রস্তুতি১. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?ক. বৌ-ভাত খ. মুখচন্দ্র গ. মহানবি ঘ. কাজলকালো২. ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?ক. চিরকাল ব্যাপিয়া সুখী খ. চিরকাল ব্যাপিয়া সুখগ. চিরদিনের জন্য সুখী ঘ. চিরদিন ধরে সুখী৩. তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি?ক. ১৯টি খ. ২০টি গ. ২১টি ঘ. ২২টি৪. ‘দাতা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?ক. দা + তৃচ্ খ. দাত + আগ. দা + তা ঘ. দা + ণক্৫. ভাষার মূল উপকরণ কী?ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ ঘ. শব্দ৬. সূর্য আমিত হলে যাত্রী দল পথচলা শুরু করল-এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?ক. অসমান কর্তা খ. এক কর্তাগ. প্রযোজক কর্তা ঘ. নিরপেক্ষ কর্তা৭. অনুজ্ঞায় বাক্য গঠনে “সদা সত্য কথা বলবে” কিসের উদাহরণ?ক. অনুরোধের খ. আদেশেরগ. বিধানের ঘ. সম্ভাবনার৮. ‘কর’ ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ কোনটি?ক. করতাম খ. করিয়াছিলামগ. করিলাম ঘ. করেছিলাম৯. ভাবাধিকরণে ৭মী বিভক্তি কোনটি?ক. কান্নায় শোক মন্দীভূত হয়খ. টাকায় টাকা হয়গ. এ অধীনে দায়িত্বভার অর্পণ করঘ. উপরের কোনোটিই নয়১০. তোমার তরে এনেছি মালা গাঁথিয়া- এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?ক. মত খ. হেতু গ. নিমিত্ত ঘ. নিকট১১. বাক্যস্থিত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. পূর্ণতা ঘ. যোগ্যতা১২. ‘যা দমন করা যায় না’-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?ক. অনিবার্য খ. দুর্দমনীয় গ. দুর্নিবার ঘ. অদম্য১৩. ‘অহি-নকুল’-শব্দের অর্থ কী?ক. ভীষণ শত্রুতা খ. সামান্য লোকগ. উঠে পড়ে লাগা ঘ. ভীষণ চক্রান্ত১৪. ‘আকাশকুসুম’- কথাটির অর্থ কী?ক. ভয়াবহ সময় খ. অদৃশ্যবস্তুগ. অসম্ভব কল্পনা ঘ. মূল্যহীন১৫. পদ সংস্থাপনার ক্রম অনুসারে না অব্যয়টি কোথায় বসে?ক. সমাপিকা ক্রিয়ার পূর্বে খ. সমাপিকা ক্রিয়া পরেগ. অসমাপিকা ক্রিয়ার পরে ঘ. বিশেষণের পরেউত্তর : ১ক, ২ক, ৩খ, ৪ক, ৫ঘ, ৬ঘ, ৭খ, ৮ঘ, ৯ক, ১০গ, ১১ঘ, ১২গ, ১৩ক, ১৪গ, ১৫খ।হিসাববিজ্ঞানএইচ. এম. মতিউর রহমানসহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী।জাবেদা[পূর্বে প্রকাশিত অংশের পর]৪০. প্রদত্ত বাট্টা প্রভাবিত করে - দেনাদার হিসাবকে।৪১. সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা - একই অর্থবোধক।৪২. ভুল সংশোধনের জন্য প্রদান করা হয় - সংশোধনী জাবেদা।৪৩. আর্থিক ফলাফল নিরূপণের জন্য প্রস্তুত করা হয় - আর্থিক অবস্থার বিবরণী।৪৪. সমন্বয় দাখিলা দিতে হয় - আর্থিক বিবরণী তৈরির পূর্বে।৪৫. মুনাফা জাতীয় লেনদেনগুলো বন্ধ করতে হয় - আর্থিক বিবরণী তৈরির সময়।৪৬. মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করা হয় - সমাপনী দাখিলা দ্বারা।৪৭. সমাপনী জাবেদার দ্বারা বন্ধ করা হয় - উত্তোলন হিসাব।৪৮. ব্যবসায় প্রতিষ্ঠান একটি - চলমান প্রক্রিয়া।৪৯. পরবর্তী হিসাবকালের শুরুতে দেওয়া হয় - প্রারম্ভিক দাখিলা।৫০. ধারে সম্পত্তি ক্রয়-বিক্রয় অন্তর্ভুক্ত হয় - প্রকৃত জাবেদা।৫১. কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যই হচ্ছে - বাট্টা।৫২. বাট্টা দেওয়া ও পাওয়া উভয়ই হয়ে থাকে - ব্যবসায় প্রতিষ্ঠানে।৫৩. বাট্টা প্রধানত - ২ প্রকার । যথা : কারবারি বাট্টা ও নগদ বাট্টা।৫৪. পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে - বিক্রেতা।৫৫. কারবারি বাট্টা দেওয়া - বিক্রয় বাড়ানোর উদ্দেশ্যে।৫৬. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না - কারবারি বাট্টা।৫৭. দ্রুত দেনা-পাওনা নিষ্পত্তিতে প্রাপ্ত বা প্রদত্ত ছাড়কে বলা হয় - নগদ বাট্টা।৫৮. ব্যবসায়ের ক্রয়-বিক্রয় প্রায়ই সংঘটিত হয় - বাকিতে।৫৯. বিক্রেতার জন্য ব্যয় এবং ক্রেতার জন্য আয় - নগদ বাট্টা।৬০. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় - নগদ বাট্টা।৬১. বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে - পণ্য।৬২. পণ্য ক্রয় করা যায় - নগদে বা বাকিতে।৬৩. ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হয় - বাকিতে ক্রয়কৃত পণ্য।৬৪. ক্রয় জাবেদার কলাম সংখ্যা - ৬টি।৬৫. ২/১০, নিট ৩০ বোঝায় - ক্রেতা ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাট্টা পাবে, আর ব্যর্থ হলে ৩০ দিনের মধ্যে মোট মূল্য পরিশোধ করতে হবে।৬৬. বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয় - বাকিতে বিক্রয়কৃত পণ্য।৬৭. বিক্রয় জাবেদার কলাম সংখ্যা - ৫টি।৬৮. বহন, প্যাকিং ও বিমা খরচ সম্পৃক্ত - পণ্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে।৬৯. পণ্য ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত খরচগুলোকে বহন করবে তা - চালানে নির্ধারিত থাকে।৭০. ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় - চালানে উল্লেখিত মোট মূল্য।৭১. পণ্য ফরমায়েশ অনুযায়ী না হওয়া, নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ হলে - ক্রেতা ফেরত পাঠায়।৭২. ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠাতে প্রস্তুত করে - ক্রয় ফেরত জাবেদা।৭৩. ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে ক্রেতা বিক্রেতাকে দেয় - ডেবিট নোট।৭৪. ডেবিট নোট নম্বর উল্লেখ থাকে - ক্রয় ফেরত জাবেদায়।৭৫. ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে - ডেবিট নোটে।৭৬. বিক্রেতা ক্রেতার কাছ থেকে পণ্য ফেরত পায় - ডেবিট নোটসহ।৭৭. বিক্রেতা পণ্য ফেরত পেলে ক্রেতাকে পাঠায় - ক্রেডিট নোট।৭৮. বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে - পণ্য ফেরত পাওয়া ও ক্রেতার হিসাব ক্রেডিট করা নিশ্চিত করতে।৭৯. ক্রয় ও বিক্রয় ফেরত জাবেদার কলাম সংখ্যা - ৫টি।৮০. ফেরত পাওয়া পণ্যের জন্য বিক্রেতা তৈরি করে - বিক্রয় ফেরত জাবেদা।
