ওয়ানডেতে সাত হাজারি ক্লাবে সাকিব
অনলাইন নিউজ ডেক্স
তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান করলেন সাকিব আল হাসান। কার্টিস ক্যাম্পারের বলে ১ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। মাইলফলক থেকে ২৪ রান দূরে থেকে এই ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব।এছাড়া ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের \'ডাবল\'ও পূর্ণ করলেন সাকিব। আগে থেকে এই ক্লাবে আছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও শহিদ আফ্রিদি। তবে এই দুজনের চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে সাকিবের।আফ্রিদি এই ডাবল পূরণ করেন ৩৪১ ম্যাচে। জয়সুরিয়ার লেগেছিল ৩৯৭ ম্যাচ। সাকিব ছুঁলেন ২২৮ ম্যাচে। ৭ হাজার রানে পৌঁছতে ২২৮ ওয়ানডের ২১৬ ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।