কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর মিরপুরে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব–৪। মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৪ সূত্র জানায়, ২০২০ সালের ১৭ মে ভুক্তভোগী কিশোরী এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল। পথে রবিউল সহযোগীদের নিয়ে তাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নেন। আশুলিয়ার ইপিজেড এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করেন।পরে কিশোরীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারে রবিউলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে মামলা হওয়ার পর থেকেই রবিউল পলাতক ছিলেন।র্যাব জানায়, রবিউল বিভিন্ন ছদ্মবেশে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে পোশাক কারখানায় চাকরি ও বিভিন্ন শো–রুমের ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন।