খোকসায় মোটরসাইকেল চুড়ি করতে গিয়ে আটক ২
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিনপাড়া গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় দুই চোরকে আটক করে এলাকাবাসী।
জানাযায়, রবিবার (১৯.০৩.২৩) আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকায় উপজেলার শিমুলিয়া দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা মো: হালিম রেজা তার বাড়ির সামনে তার ব্যবহৃত মোটর সাইকেলের ঘাড়লক করে বাড়ির মধ্যে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা ২ জন চোর চক্রের সদস্য মোটরসেইকেলের ঘাড়লক ভেঙ্গে ষ্টার্ট করলে গাড়ীর শব্দ শুনে বাইরে এসে হালিম রেজা দেখতে পান তার মোটরসাইকেল নিয়ে দুজন পালানোর চেষ্টা করছে এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে খোকসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে ।গ্রেফতারকৃতরা হলেন, মাদরীপুর থানার নওদাপাড়া গ্রামের মৃত আহাদ মন্ডলের ছেলে সেন্টু মন্ডল (৪০) এবং একই থানার কুনিয়া গ্রামের মৃত জুবায়েত শেখের ছেলে জাহিদুল ইসলাম (৩৯) তাদের বিরুদ্ধে চুড়ি ও মাদক মামলা সহ একাধিক আভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সোমবা ২০.০৩.২০২৩ ইং তারিকে নিয়মিত মামলা দায়ের করা হয় মামলা নং (৭)। এবং তারা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।