চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ১ আসনে কানসাট রাজবাড়ি মাঠে নৌকা প্রতিকের জনসমাবেশ অনুষ্ঠিত
অনলাইন নিউজ ডেক্স

আবারো শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) উপজেলায় সাবেক সংসদ সদস্য \"গোলাম রাব্বানী\" মহোদয়কে সাংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে স্বীকৃতি দিচ্ছেন জনগণ। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ১ আসেনে ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে কানসাট রাজবাড়ী মাঠে নৌকা প্রতিক বিজয়ী করার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৪৩ এর শিবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য \"গোলাম রাব্বানী\" ।প্রধান অতিথি গোলাম রাব্বানী বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে স্মাট বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন,এ সময় তিনি তার বক্তব্যে সরকারের উন্নয়ন তুলে ধরেন ,মেট্রোরেল, পদ্মাসেতু নির্মাণ, ভূমিহীন পরিবারের জন্য আশ্রায়ন, রূপপুর পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা চলমান থাকবে বলে জানিয়েছেন গোলাম রাব্বানী মহোদয়।তিনি আরো বলেন আমি শিবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য থাকা কালীন সময়ে রাস্তা পাকা ও ব্রিজ কালভার্ট নির্মাণ করেদিয়েছি ,
আমাদের চাঁপাইনবাবগঞ্জের জাতীয় সম্পদ আম, চাষিদের জন্য আমের নায্য মূল্য প্রতিষ্ঠা করেছি, বেকারত্বের লাঘব করেছি,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয় অর্জন করে শিবগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে জনগণকে উপহার দিতে চায়।
