চাঁপাইনবাবগঞ্জে ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জে ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য দেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মোজাহার আলি, জেলা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি\'র সিনিয়র সহ সভাপতি মসিউল করিম বাবুসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং এসব শিশু ও ব্যাক্তিদের সহযোগিতা ও ভালবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।সভায় চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন।