তরুণ কণ্ঠশিল্পী প্রিন্স মিলনের নতুন গান ‘হৃদয় পুড়ে ছাই’


তরুণ কণ্ঠশিল্পী প্রিন্স মিলনের নতুন গান ‘হৃদয় পুড়ে ছাই’
সম্প্রতি \"সুখের আশায় আইলাম প্রবাসে\" শিরোনামের প্রবাসী একটি গানের মাধ্যমে আলোচনায় এসেছে বর্তমান সময়ের উদীয়মান তরুন কন্ঠশিল্পী প্রিন্স মিলন।গানটি খুব অল্প সময়েই মিলিয়ন শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে,প্রশংসা কুড়াচ্ছেন প্রিন্স মিলন।নতুন করে আবারো প্রযোজনা প্রতিষ্ঠান \"কে এম সি সেন্টার\" অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে প্রকাশ পেতে যাচ্ছে \"হৃদয় পুড়ে ছাই\" শিরোনামের নতুন একটি গান।গানটি গেয়েছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী কণ্ঠশিল্পী প্রিন্স মিলন।\"হৃদয় পুড়ে ছাই\" গানটি লিখেছেন গীতিকবি মো: আসাদুল হক ওনি ও সুর করেছেন প্রিন্স মিলন।গানটিতে মিউজিক দিয়েছেন বর্তমান সময়ের তরুন সংগীত পরিচালক জয় দেব সবুজ।গানটিতে খুব সুন্দর মিউজিক ভিডিও ধারন করা হয়েছে।গানটির মিউজিক ভিডিও নির্মানে ছিলেন মো সোহেল খান।গানটিতে অভিনয়ে ছিলেন সজিব,আলিফা ও রাজ হদয়।গানটির ভিডিও নির্মানে ক্যামেরাতে ছিলেন নুর তুষার ও গানটিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন রাজ হৃদয়।এ প্রসঙ্গে সংগীত পরিচালক জয় দেব সবুজ বলেন,মিলন বরাবরই ভালো গাওয়ার চেস্টা করে,এর আগেও মিলনের গান করেছি অত্যন্ত ভালো গায় মিলন,এবারো ভালো গেয়েছে গানটি খুবই ভালো হয়েছে।আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।উক্ত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্নধর রবিউল ইসলাম জানান,পর্যায়ক্রমে গানটির সব কাজ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে, সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আমরা গানটি প্রকাশ করবো।যেমন দারুন কথামালা তেমনই সুন্দর সুর অন্য দিকে মিলনও অনেক দরদ দিয়ে গেয়েছেন।সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার পেতে যাচ্ছি আমরা।এ বিষয়ে কন্ঠ শিল্পী প্রিন্স মিলন বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে।বর্তমান প্রজন্মের জন্য গান\'টি গেয়েছি এবং ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি, সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে চাই।আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।পরিশেষে বাংলা গান শুনুন এবং শুদ্ধতার সাথে থাকুন।