নাটোরে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ আশিক (২৫) কে গ্রেফতার
র্যাব-৫।বৃহস্পতিবার(৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বুড়িরভাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্ত আসামি মোঃ আশিক (২৫) নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ গ্রামের মোঃ সুমনের ছেলে।নাটোর র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকায় র্যাবের সহকারি
পুলিশ সুপার মোঃ নুরল হুদা\'র নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রধান পলাতক আসামি আশিককে গ্রেফতার করে। পরে তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার(২৯ আগস্ট)
নলডাঙ্গা উপজেলার হলুদঘর পূর্বপাড়া এলাকার পাকা রাস্তা দিয়ে ভিকটিম হাঁটছিলেন। এসময় অভিযুক্ত আসামি মোঃ আশিক (২৫)সহ অন্যরা আসামিরা ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমের বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুজির করে না পেয়ে পরবর্তীতে তিনি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় অপহরন মামলা দায়ের করেন। এরপর ভিকটিমকে উদ্ধার হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।