নাটোরে আগুনে পুড়ল ৩০ বাড়ি
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের নলডাঙ্গা উপজেলার অগ্নিকান্ডে অন্তত ৩০ বাড়ি পুড়ে গেছে। এসময় দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন।রোববার(২৩ এপ্রিল) বিকেলে উপজেলার
বাসিলা উত্তরপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,
জানান, রোববার(২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বাসিলা উত্তরপাড়ার খলিলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবাহতা বেড়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। পরে এক ঘন্টা পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আত্রাই এবং বাগামারার চারটি ইউনিট দুই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো চানা সম্ভব হয়নি বলে জানা গেছে।নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।