বুনাগাতি টু নড়াইল সড়কের বেহাল অবস্থা
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
বুনাগাতি টু নড়াইল সড়কের সর্বোসাধারনের চলাচলের অন উপোজগি হয়ে পড়েছে। এই রাস্তা টি অনেকদিন যাবত ঠিকাদার পিজ না দিয়ে রেখে দিয়েছে তার জন্য ধুলাবালি উড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তার দুইপাশের প্রত্যেকটি পরিবারের ঘর গুলো নষ্ট হয়ে যাচ্ছে ধুলাবালিতে এবং এই ধুলাবালিতে প্রত্যেকটি জনগণ অসুস্থ হয়ে পড়ছে এই রাস্তাটি নড়াইল টু বুনাগাতি ব্যস্ততম সড়ক এই এলাকার সর্বসাধারণের আকুল আবেদন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের কাছে যেন রাস্তাটি অতি দ্রুত সংস্থার করেন। এই রাস্তাটি মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি বাজার থেকে পুলুম ঘাট পর্যন্ত অবস্থিত।