মাগুরা জেলা স্কাউটস-এর বার্ষিক ডে ক্যাম্প এবং দীক্ষা অনুষ্ঠান
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
১১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ শনিবার মাগুরা জেলা স্কাউটস-এর বার্ষিক ডে ক্যাম্প এবং দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, মাগুরা আব্দুল গনি একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিং চেতনা ও সেবামূলক কাজের প্রতি উৎসাহ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এসময় তিনি আরও উল্লেখ করেন যে, মাগুরার স্কাউট সদস্যরা ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি এমন একটি সফল আয়োজন করার জন্য \"নবগঙ্গা মুক্ত রোভার স্কাউট দল\"-কে বিশেষ ধন্যবাদ জানান।