রাজশাহীতে বিপুল পরিমাণে মাদকসহ নারী ব্যবসায়ী আটক
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                      
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    
রাজশাহীর মতিহার থানা এলাকায় বিপুল পরিমাণে মাদকসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। 
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় মতিহার থানাধীন জাহাজঘাটি এলাকা থেকে মাদকসহ ঐ নারীকে আটক করা হয়। 
আটক ঐ নারী মাদক কারবারির নাম প্রিয়া খাতুন রুমি (১৯)।সে খোজাপুর জাহাজঘাটি এলাকার সজিব আলীর স্ত্রী।তাঁর স্বামী সজিব আলী দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় মাদক ব্যবসা করতেন।  
মতিহার থানা সুত্রে জানা যায়,৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ওসি হাফিজুর রহমানের দিক নির্দেশনায় এস আই গোলাম মোস্তফা ও এএসআই শাওনসহ সঙ্গীয় ফোর্স উক্ত অভিযান পরিচালনা করেন। 
থানা পুলিশ জানায়,শুক্রবার সন্ধ্যা জাহাজঘাটি এলাকার সজিব আলীর নিজ ঘরের ড্রেসিং টেবিলের পাশে বস্তায় রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল,১০৪ গ্রাম হেরোইন,১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ সময় তার স্ত্রী প্রিয়া খাতুন রুমিকে আটক করেন পুলিশ।তবে প্রিয়া খাতুনের স্বামী মুলহোতা মাদক কারবারি সজিব আলী সুকৌশলে পালিয়ে যায়। 
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উক্ত মাদক কারবারি বাড়িতে অভিযান পরিচালনা করেন।এ সময় বিপুল পরিমাণে মাদকসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।তবে মুলহোতা ঐ নারীর স্বামী পালিয়ে যায়।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।				   
				   				 
			   
          
                   