রাজশাহীতে র্যাবের অভিযানে শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকা থেকে ওয়ান শুটারগানসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা সোমবার রাত পৌণে ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলো,নাটোর জেলার লালপুর উপজেলার হাঁসবাড়িয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও শেরপুর এলাকার আবুল কাসেমের ছেলে আবু রায়হান তোতা (৩০)।অভিযানে উদ্ধার হয়েছে চারটি ওয়ান শুটারগান,একটি মোটরসাইকেল,এক বোতল ফেন্সিডিল ও নগদ টাকা।মঙ্গলবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে,কতিপয় অস্ত্র ব্যবসায়ীরা নাটোর থেকে অস্ত্র এনে বিক্রির জন্য রাজশাহীর বিনোদপুর এলাকায় দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে র্যাবের এটি দল তাদের পিছু নিয়ে বেলপুকুর থানার রেলক্রসিংয়ের সামনে তাদের গ্রেফতার করে।পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার হয়।গ্রেফতারের পর তাদের বেলপুকুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।