রানীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।।


রানীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বুধবার (১৫ মার্চ) সকালে ওই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিকালে পূরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটি সভাপতি পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। এসময় উপস্হিত ছিলেন সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাবেক অধ‍্যক্ষ কমরেড তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক শাহাজান আলী ও প্রশান্ত বসাক প্রমুখ।এছাড়াও বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা-কর্মি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল।