লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে হামলা, এক নারী গুলিবিদ্ধ


লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে হামলা, এক নারী গুলিবিদ্ধ
চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় স্মৃতি দেবনাথ (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান এলাকার নাথপাড়ায় এ ঘটনা ঘটে। পরে দুটি দেশি এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, এক রাউন্ড পিস্তলের গুলি, ৯১ রাউন্ড রিভলবারের গুলিসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।আটকরা হলেন মল্লিক ছোবাহান এলাকার নাথপাড়ার মৃত সুনীল কুমার নাথের ছেলে বিশ্বজিৎ নাথ শিবু ও রাজিব নাথ, নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর নাজিরপাড়ার (হিন্দুপাড়া) মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ ও কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজরা ইউনিয়নের রিটা বড়বাড়ির মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ।পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার সুনীল কুমার নাথের পরিবারের সঙ্গে প্রতিবেশী তপন নাথের পরিবারের জায়গা নিয়ে বিরোধ চলছে আসছিল। এরই জেরে রাতে সুনীল কুমার নাথের দুই ছেলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী তপন নাথের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় তপন নাথের স্ত্রী স্মৃতি দেবনাথ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান। বিষয়টি জানিয়েছেন তপন নাথের পুত্রবধূ রাজপতি দেবী।তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে। শিবু প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কে থাকেন তাঁরা।লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, তপন নাথের পরিবারের ওপর হামলা করার জন্য এসব অস্ত্র মজুত করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা।আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।