শালিখায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপিডি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ড. শ্রী বিরেন শিকদার সংসদ সদস্য মাগুরা -২ (সাবেক প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ মোঃ হাদিউজ্জামান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাগুরা, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নেন। এরপরে তারা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও খামাড়িদের সঙ্গে কথা বলেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা স্টল দিয়ে তাদের খামারের প্রাণীগুলো প্রদর্শন করেন।মেলা সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে
